পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। সোমবার বৈঠক ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সভায় যোগ দিতে ক্যাম্পাসে যান ওমপ্রকাশ মিশ্র। তখন বাম ছাত্র সংগঠনের পক্ষ অধ্যাপক মিশ্রকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। ব্যাপক বিক্ষোভের জেরে কার্যত হাত জোর করে ক্যাম্পাসে প্রবেশ করেন ওমপ্রকাশ। এরপরেই বিতর্ক বাড়ে কিন্তু এরপর বিতর্ক আরও বাড়ে। কারণ ওমপ্রকাশের সঙ্গে ছিল কলকাতা পুলিশ! প্রায় নজিরবিহীন ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন ঢুকেছে পুলিশের দল।
গন্ডগোলের দিন পুলিশ কোথায় ছি- সেই প্রশ্ন তোলে বিক্ষোভকারীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশের ঘটনায় চরম প্রতিবাদ প্রদর্শন করে তারা। জানা গেছে, সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাস থেকে সোজা ওমপ্রকাশ মিশ্রর বিভাগের ঘরে চলে যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরে উর্দিধারী পুলিশ মোতায়েন রয়েছে। যদিও ওমপ্রকাশ সংবাদমাধ্যমে দাবি করেছেন, পুলিশ ঢোকার ব্যাপারে আমি কিছুই জানি না। বৈঠকের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুধু জানিয়েছিলাম যে সোমবার আসব। বাইরে বা ভিতরে কারা আছে, সে সম্পর্কে কিছু জানি না।
উল্লেখ্য, গত ১ মার্চ ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল যাদবপুরে তার জন্য এখনও প্রতিবাদ-বিক্ষোভ করছে বামছাত্র সংগঠনগুলি, তার মধ্যেই সোমবারের এই ঘটনা। এখন দেখার পরিস্থিতি কোনদিকে যায়।