BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম কুরআনের আলোকে মাতৃভাষার মর্যাদা মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জের, ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

চণ্ডীগড়, ৮ ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এনিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। যে সংস্থা ভারতীয়দের অবৈধ ভাবে আমেরিকায় পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্র। এবার সেই ঘটনায় ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা রুজু করল পঞ্জাব ও হরিয়ানা পুলিশ। ইতিমধ্যে পঞ্জাবের অমৃতসর জেলা থেকে এক ট্র্যাভেল এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অবৈধভাবে ভারতীয়দের আমেরিকায় পাঠিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সতনাম সিং। অমৃতসরের ভিন্ডি সাইদান থানার কোটলি খেহরা গ্রামের বাসিন্দা অভিযুক্ত। এজেন্টদের বিরুদ্ধে অন্যান্য থানাতে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ।

Read More: হাতকড়া পড়িয়ে ভারতীদের দেশে পাঠাচ্ছে ট্রাম্প, ‘চরম অপমান’ নিয়ে বিক্ষোভ বিরোধীদের

সম্প্রতি ১০৪ জন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প। তার মধ্যেই ছিলেন দালের সিং নামের এক ব্যক্তি। তিনি পঞ্জাবের অমৃতসর জেলার রাজাসানসির সালেমপুরা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, “২০২৩ সালে আমাকে আমেরিকায় পাঠানোর জন্য ৬০ লক্ষ টাকা দাবি করেছিলেন সতনাম সিং। সেমত তার অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা এবং আমার পাসপোর্ট দিয়েছিলাম। দফায় দফায় ৬০ লক্ষ টাকা দিয়েছি।” দালের সিং বলেছেন, ‘চুক্তি অনুযায়ী বৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা থাকলেও ট্র্যাভেল এজেন্ট অবৈধভাবে আমাকে আমেরিকায় পাঠায়।’

পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন, সরকার এই জাতীয় অন্যান্য এজেন্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। ট্র্যাভেল এজেন্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder