পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া।
অভিযোগ, যাদবপুরের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারংবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। ৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তারা হাজিরা দেন। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে তাঁদের মোবাইল চাওয়া হয়। তারা আপত্তি করেন। তারপরেও তাদের হেনস্থার চেষ্টা হচ্ছে। সোমবার ফের তাদের তলব করা হয়েছে। এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন উদ্দীপন কুন্ডু নামে এক পড়ুয়া। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।