১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকফ আইন: প্রতিবাদে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ আইএসএফ কর্মীদের

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 24

পুবের কলম প্রতিবেদক, ভাঙড়: নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার উত্তেজনা ছড়ায় বাসন্তী হাইওয়ের ভোজেরহাট এলাকায়। আইএসএফ-এর ওয়াকফ বিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। জানা গিয়েছে, এদিন শিয়ালদহের রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী সমাবেশের ডাক দেয় আইএসএফ। সেই কর্মসূচিতে যোগ দিতে ভাঙড়, সন্দেশখালি, মিনাখাঁ-সহ আশপাশের এলাকা থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা রওনা দেন, কিন্তু বাসন্তী হাইওয়ের ভোজেরহাট এলাকায় তাদের পথ আটকায় পুলিশ। এই বাধার মুখে ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তাতে একাধিক আইএসএফ কর্মী আহত হন এবং একজনের মাথা ফাটে বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বাসন্তী হাইওয়ের উপরেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশাসনের তরফে জানানো হয়, বিক্ষোভকারীদের কাছে অনুমতির কাগজপত্র না থাকায় বাধা দেওয়া হয়েছে।

আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন লাগু হবে না। সেই উদ্দেশ্যে আমরা শিয়ালদায় শান্তিপূর্ণ সভার ডাক দিয়েছিলাম। তাহলে সেখানে যেতে বাধা দেওয়া হল কেন?  পালটা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘আইএসএফ অশান্তি তৈরির চেষ্টা করছে। ওদের কোনও জনভিত্তি নেই। আইন না মেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দিতেই বাধ্য।’ এই ঘটনায় উত্তেজনা কিছুক্ষণের জন্য ছড়ালেও, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ আইন: প্রতিবাদে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ আইএসএফ কর্মীদের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক, ভাঙড়: নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার উত্তেজনা ছড়ায় বাসন্তী হাইওয়ের ভোজেরহাট এলাকায়। আইএসএফ-এর ওয়াকফ বিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। জানা গিয়েছে, এদিন শিয়ালদহের রামলীলা ময়দানে ওয়াকফ বিরোধী সমাবেশের ডাক দেয় আইএসএফ। সেই কর্মসূচিতে যোগ দিতে ভাঙড়, সন্দেশখালি, মিনাখাঁ-সহ আশপাশের এলাকা থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা রওনা দেন, কিন্তু বাসন্তী হাইওয়ের ভোজেরহাট এলাকায় তাদের পথ আটকায় পুলিশ। এই বাধার মুখে ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তাতে একাধিক আইএসএফ কর্মী আহত হন এবং একজনের মাথা ফাটে বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বাসন্তী হাইওয়ের উপরেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশাসনের তরফে জানানো হয়, বিক্ষোভকারীদের কাছে অনুমতির কাগজপত্র না থাকায় বাধা দেওয়া হয়েছে।

আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন লাগু হবে না। সেই উদ্দেশ্যে আমরা শিয়ালদায় শান্তিপূর্ণ সভার ডাক দিয়েছিলাম। তাহলে সেখানে যেতে বাধা দেওয়া হল কেন?  পালটা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘আইএসএফ অশান্তি তৈরির চেষ্টা করছে। ওদের কোনও জনভিত্তি নেই। আইন না মেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দিতেই বাধ্য।’ এই ঘটনায় উত্তেজনা কিছুক্ষণের জন্য ছড়ালেও, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।