যোগী রাজ্যে মহিলা আইনজীবীকে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
- আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ নারী নির্যাতন এবং যোগীরাজ্য কোথাও গিয়ে যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবার এক মহিলা আইনজীবী কে ধর্ষণ এবং জোর করে গর্ভাপাত করানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মিরাটে।
এই ঘটনায় মূল অভিযুক্ত সাব ইন্সপেক্টর অজয় শর্মা। ইন্সপেক্টর শর্মা বর্তমানে গাজিয়াবাদ থানায় কর্মরত। অভিযোগ ওই পুলিশ অফিসার যখন মিরাটের কানকারখেরা এলাকার লিসারি গেট থানায় ছিলেন সেই সময় ওই মহিলা আইনজীবী কে ধর্ষণ করেন।
ওই নির্যাতিতা জানিয়েছেন মিরাটের আদালতে শুনানির সময়ে অভিযুক্ত ইন্সপেক্টরের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ ঠাণ্ডা পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে সাব ইন্সপেক্টর অজয় শর্মা এবং তার বন্ধুরা ওই আইনজীবী কে ধর্ষণ করেন। এরপর ওই মহিলা আইনজীবী গর্ভবতী পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করানো হয়।
এখানেই শেষ নয় ওই মহিলা আইনজীবী আরও জানিয়েছেন তাঁকে ভয় দেখানো হচ্ছে। আপাতত নিজের বাড়ি ছেড়ে তিনি ভাড়া বাড়িতে আছেন। এমনকি তাঁর টাকা এবং গয়নাও কেড়ে নিয়েছেন অভিযুক্ত পুলিশ অফিসার ।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে পল্লবপুরম থানায়। ওই মহিলা আইনজীবীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সাব ইন্সপেক্টর অজয় শর্মার বিরুদ্ধে শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত। উত্তরপ্রদেশ পুলিশ চাপের মুখে জানিয়েছে সাময়িক ভাবে বরখাস্ত করা হবে ওই অভিযুক্ত পুলিশ অফিসারকে। এমনকি তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতারও কর হতে পারে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ফের উত্তরপ্রদেশের মহিলাদের নিরাপত্তার ইস্যুতে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব।