কিশোরের বুকে গুলি পুলিশের, জবাব চায় পরিবার

- আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: বিপদে পড়ে ৯১১ ডায়াল করে পুলিশে খবর দিয়েছিল কিশোর। তবে রক্ষাকর্তা সেই পুলিশই ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সটান গুলি করে ১১ বছরের ওই কিশোরকে! ভয়াবহ ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসিসিপিতে।
১১ বছর বয়সি ওই কিশোরের নাম অ্যাড্রিয়েন মারি। শনিবার মায়ের সঙ্গে বাড়িতেই ছিল মারি। তার মা নাকালা মারি জানিয়েছেন, সেদিন হঠাৎ করেই তাঁর স্বামী অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় বাড়িতে ঢোকেন। তিনি অশান্তি বাঁধাতে পারেন, সেই আশঙ্কা থেকেই নাকালা তাঁর ১১ বছরের ছেলেকে বলেন ৯১১তে ফোন করে পুলিশে খবর দিতে।
মায়ের কথামতো সেই কাজই করেছিল মারি। ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায় বাড়িতে। নাকালা জানান, গ্রেগ ক্যাপার্স নামে ইন্ডিয়ানোলা পুলিশ বিভাগের এক আধিকারিক বন্দুক উঁচিয়েবাড়িতে ঢোকেন।
ভিতরে উপস্থিত সকলকে বাড়ি খালি করে দিতে বলেন তিনি। সে কথা শুনে যখন তাঁর ১১ বছরের ছেলে মারি ঘর থেকে বের হয়, তখন আর কিছু না দেখে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে বসেন ওই আধিকারিক। গুলি গিয়ে লাগে কিশোরের বুকে। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে গুলিটি বের করার পর আপাতত সুস্থই রয়েছে কিশোর।
নাকালা জানিয়েছেন, তিনি বুঝতেই পারেননি, কেন হঠাৎ ওই পুলিশ আধিকারিক তাঁর ছেলেকে গুলি করে বসলেন। এই ঘটনার পর ১১ বছরের ওই কিশোরের আইনজীবী পুলিশের এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন। বলেন, কোনও ভাবেই একজন অফিসার একটি কিশোরকে একজন প্রাপ্তবয়স্ক ভেবে গুলি চালাতে পারেন না। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছে আহত ওই কিশোরের পরিবার।