২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাজনৈতিক প্রতিহিংসাতেই সিবিআই তল্লাশি, প্রতিক্রিয়া ফিরহাদের

কিবরিয়া আনসারি
- আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: বিজেপি আসলে রাজনৈতিকভাবে ভোটের ময়দানে পেরে উঠছে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। এমন অভিযোগ বিজেপি-বিরোধী দলগুলির। বৃহস্পতিবার যখন রাজ্যের বেশ কিছু জায়গায় সিবিআই তল্লাশি চালানো হচ্ছে, তখন ফের একই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
অনেকেই প্রশ্ন তুলছেন, তদন্তের স্বার্থে তৎপরতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? কেননা, ধর্মতলায় শাহী সভার পরদিনই সিবিআই তল্লাশি। স্বাভাবিকভাবেই চক্রান্তের অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, কাল রাজ্যে অমিত শাহ এসেছিলেন। আজ সক্রিয় সিবিআই। বোঝাই যাচ্ছে এটা প্রতিহিংসার রাজনীতি।