রাজনৈতিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, কেজরির গ্রেফতারি নিয়ে সরব রাষ্ট্রপুঞ্জ

- আপডেট : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আঁচ পড়েছে আন্তজার্তিক মহলে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি এবং আমেরিকা। এবার কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হল রাষ্ট্রপুঞ্জ। ইউএন-এর মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘আমরা আশা করব ভারতে প্রত্যেকের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেক নাগরিক যেন অবাধ এবং সুষ্ঠু ভাবে ভোট দিতে পারেন।’ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব প্রত্যেক ভারতীয়ের রাজনৈতিক এবং নাগরিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়।’
এদিকে, গত মঙ্গলবার মার্কিন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছিলেন, তারা কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। জেলবন্দি আপ সুপ্রিমোর জন্য ‘একটি ন্যায্য ও সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বানও জানিয়েছিল যুক্তরাষ্ট্র।