পুবের কলম ওয়েবডেস্ক: আশঙ্কাজনক পোপ ফ্রান্সিস। একাধিক শারীরিক জটিলতার পাশাপাশি ফুসফুসের সংক্রমণের রয়েছে তাঁর। তাই তাঁকে ভর্তি করা হয়েছে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে। সূত্রের খবর, তিনি এখন নিউমোনিয়ায় আক্রান্ত। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপের শারীরিক সমস্যা যথেষ্ট উদ্বেগজনক। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
গত শুক্রবার তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার সিটিস্ক্যান করা হয় পোপের। সেখানেই জানা গিয়েছে, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে ছাড়া আরও যে সব পরীক্ষা করানো হয়েছিল তার রিপোর্টও খুব একটা স্বাভাবিক নয়। সোমবার ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল, ব্রঙ্কাইটিসের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপকে। তবে তাঁর শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। অসংখ্য মানুষ শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন পোপকে।