কাজান, ২৪ অক্টোবরঃ শক্তি বৃদ্ধি হল ব্রিকসের। আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসে বাড়ল সদস্য দেশের সংখ্যা। আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যুক্ত হল আরও ১৩টি দেশ। সেগুলি হল- মালয়েশিয়া, আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।
ব্রিকসের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, আঞ্চলিক জোটটি আনুষ্ঠানিকভাবে ১৩টি নতুন দেশকে অংশীদার দেশ হিসেবে যুক্ত করেছে। তবে তারা এখনো পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি। এ নিয়ে স্থায়ী ও অস্থায়ী ব্রিকসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩। রাশিয়া বর্তমানে এই আঞ্চলিক জোটটির সভাপতিত্ব করছে। জোটের অন্যান্য সদস্যরা হলো- ব্রাজিল, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা।