প্রবল গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট

- আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক:গরম পড়তেই কলকাতার বিভিন্ন এলাকায় সমস্যা দেখা দিয়েছে বিদ্যুৎ সরবরাহের। এর জেরে বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। সিইএসসির তরফে জানা গিয়েছে, কলকাতা নর্থ, নর্থ সবারবার্ন, সাউথ, সাউথ সবারবার্ন ও ইএম বাইপাস সংলগ্ন এলাকায় মূল সমস্যা হচ্ছে। বেশ কিছু জায়গায় তারের প্যাচওয়াক চলছে।
তার মধ্যে তীব্র গরমের জন্য বিদ্যুতের চাহিদা প্রবলভাবে বেড়ে যাওয়ায়, বিদ্যুৎ পরিষেবায় সমস্যা হয়েছে। দ্রুত পরিষেবা কে স্বাভাবিক করতে কাজ করছেন সিইএসসি এর কর্মীরা। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই শহরে তাপপ্রবাহের কারণে বেড়েছে এসি-র ব্যবহার। যায় ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তবে সিইএসসি জোরকদমে কাজ করছে যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা যায়।