পুবের কলম প্রতিবেদক: শহর কলকাতার প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে চাইছে পুরনিগম। আগেই ঠিক হয়েছে, নতুন কিছু স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। এবার কলকাতা পুরনিগম চাইছে এবার নিজেদের কর্মীদের নিজেরাই তৈরি করতে। তাই স্বাস্থ্য বিভাগ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে (PPP Model) তৈরি করতে চলেছে প্যারা-মেডিক্যাল ও নার্সিং ট্রেনিং স্কুল।
জানা গিয়েছে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড চেতলায় সবজিবাগানে কলকাতা পুরনিগমের এই দু’টি ট্রেনিং স্কুল হবে। কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে প্রথম দফায় হবে নার্সিং ট্রেনিং স্কুল। পরে দ্বিতীয় দফায় প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল তৈরি করা হবে।
আরও পড়ুন: Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের
সূত্রের খবর, পিপিপি মডেলে (PPP Model) তৈরি নার্সিং স্কুলে ৬০টি আসন থাকবে। এর মধ্য ২০টি আসনে কলকাতা পুরনিগম নার্সিং পড়ুয়া ভর্তি করবে। আর বাকি ৪০ আসন বেসরকারি সংস্থা নিজেরাই পড়ুয়া ভর্তি করবে। নিজেদের হাতে থাকা ২০ আসনে শহরের হতদরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়াদের নার্সিং ট্রেনিংয়ের জন্য পুরনিগম সুযোগ দেবে। তার জন্য অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স বা সরকারি টেস্ট উত্তীর্ণ হয়েই আসতে হবে পড়ুয়াদের। এই পড়ুয়াদের নার্সিং পড়তে পড়ার খরচ বাবদ এক টাকাও লাগবে না। শুধু নিজেদের থাকা ও খাওয়ার খরচ নিজেদের যোগাতে হবে পড়ুয়াদের। বাকি ৪০ আসনে পড়ুয়াদের কত টাকা ভর্তির খরচ লাগবে সেটাও নির্দিষ্ট করে দেবে কর্পোরেশন। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে যেমন মোটা টাকা খরচ করতে হয়, এখানে তেমনটা হবে না। সাধ্যর মধ্যে থাকবে খরচ।
জানা গিয়েছে, পিপিপি মডেলে (PPP Model) ট্রেনিং স্কুলের পরিকল্পনা মেয়র ফিরহাদ হাকিমের মস্তিষ্ক প্রসূত। সবজি বাগানে পাঁচতলা ভবন হবে। তাতে এই দুই স্কুল চালু হবে। জানা গিয়েছে, টেন্ডার করা হয়েছিল। তাতে একটি বেসরকারি হাসপাতাল এই এই দায়িত্ব পেয়েছে। তারাই নার্সিং ট্রেনিং দেবে। বিভিন্ন সময় পুরনিগমের যে নার্স প্রয়োজন হয়, সেখানে এখানকার পড়ুয়াদের নিয়োগ করা হতে পারে। একইভাবে বেসরকারি হাসপাতাল বা অন্য জায়গায় কাজের সুযোগ পাবে উত্তীর্ণ পড়ুয়ারা। আপাতত নার্সিং শুরু হবে, পরে বিভিন্ন প্যারা-মেডিক্যাল ট্রেনিং শুরু করা হবে।