বাংলাদেশে সাড়ম্বরে পালিত হল প্রবারণা পূর্ণিমা

- আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধধর্মের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব। নানা রকম ধর্মীয় ও সামাজিক আচারের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষরা। অন্য আরও ৫ টি দেশের মতো এবারেও বাংলাদেশের চট্টগ্রামে ফানুসের আলোয় উৎসবের আমেজ দেখা দিয়েছে।
এবারেও ফানুস উড়িয়ে প্রবারণা উৎসব পালন করলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ নয়, এদিনের উৎসবে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীর মানুষরা শামিল হয়েছেন।
রবিবার , ৯ অক্টোবর সন্ধ্যায় সমগ্র বাংলাদেশের আকাশে শতাধিক ফানুস উড়ানোর মধ্য দিয়ে এ উৎসব সাড়ম্বরে পালিত হয়।
প্রবারণা মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী, চট্টগ্রাম ও রামুর বৌদ্ধ সমাজ এবং বরগুনা জেলার পটুয়াখালীতে রাখাইন বৌদ্ধ সমাজে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়।
এ ছাড়াও ঢাকায় কমলাপুর ও বাড্ডার বৌদ্ধ বিহারসহ দেশের প্রায় সব স্থানে যেখানে বিহার বা বৌদ্ধদের যে উপাসনালয় রয়েছে সেসব স্থানেও থাকে উৎসব ও আচারের আলাদা এক সাজসাজ রব।
প্রসঙ্গত, বৌদ্ধ ধর্ম মতে, গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।
এছাড়াও প্রবারণা উৎসব হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের এক অনুষ্ঠান।