১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোদি-যোগীর প্রশংসা! যাত্রীকে গাড়িচাপা দিয়ে খুনের অভিযোগ ট্যাক্সিচালকের বিরুদ্ধে

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: মোদি ও যোগীর প্রশংসা করায় এক যাত্রীকে খুনের অভিযোগ উঠল মুসলিম ট্যাক্সিচালকের বিরুদ্ধে। মৃতের নাম রাজেশ দুবে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ওই ট্যাক্সিচালক। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি তীব্র হয়ে উঠেছে সাম্প্রদায়িক বিতর্কও।

জানা গেছে,  বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন রাজেশ। বাড়ি ফেরার জন্য একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ওই ট্যাক্সিতে  ছিলেন ধীরেন্দ্র প্রতাপ নামে আরও এক যাত্রী। পথে কথায় কথায় রাজনৈতিক আলোচনা শুরু হয় ট্যাক্সিচালক এবং রাজেশের মধ্যে। একটা পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ধীরেন্দ্র প্রতাপের অনুরোধে কিয়ৎক্ষণের জন্য বিষয়টি থেমে যায় । তারপর ধীরেন্দ্রকে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর রাজেশকে পৌঁছে দিতে যান আমজাদ।

অভিযোগ, তাঁকে বাড়ির সামনে না নামিয়ে কিছু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেন ট্যাক্সিচালক। সেখান থেকে হেঁটে ফিরছিলেন রাজেশ। সেই সময় পিছন দিক থেকে তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান আমজাদ। ঘটনাস্থলেই মারা যান রাজেশ। তবে মৃত রাজেশকে আদতেও আমজাদ গাড়ি চাপা দিয়ে মেরেছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি-যোগীর প্রশংসা! যাত্রীকে গাড়িচাপা দিয়ে খুনের অভিযোগ ট্যাক্সিচালকের বিরুদ্ধে

আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: মোদি ও যোগীর প্রশংসা করায় এক যাত্রীকে খুনের অভিযোগ উঠল মুসলিম ট্যাক্সিচালকের বিরুদ্ধে। মৃতের নাম রাজেশ দুবে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ওই ট্যাক্সিচালক। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি তীব্র হয়ে উঠেছে সাম্প্রদায়িক বিতর্কও।

জানা গেছে,  বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন রাজেশ। বাড়ি ফেরার জন্য একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ওই ট্যাক্সিতে  ছিলেন ধীরেন্দ্র প্রতাপ নামে আরও এক যাত্রী। পথে কথায় কথায় রাজনৈতিক আলোচনা শুরু হয় ট্যাক্সিচালক এবং রাজেশের মধ্যে। একটা পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ধীরেন্দ্র প্রতাপের অনুরোধে কিয়ৎক্ষণের জন্য বিষয়টি থেমে যায় । তারপর ধীরেন্দ্রকে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর রাজেশকে পৌঁছে দিতে যান আমজাদ।

অভিযোগ, তাঁকে বাড়ির সামনে না নামিয়ে কিছু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেন ট্যাক্সিচালক। সেখান থেকে হেঁটে ফিরছিলেন রাজেশ। সেই সময় পিছন দিক থেকে তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান আমজাদ। ঘটনাস্থলেই মারা যান রাজেশ। তবে মৃত রাজেশকে আদতেও আমজাদ গাড়ি চাপা দিয়ে মেরেছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।