পুবের কলম, ওয়েব ডেস্ক: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়। ভর্তি আইটিইউতে। অসুস্থতার খবর পেতেই এদিন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পীর খোঁজ নেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ফোন করে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। প্রতুলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন।
উল্লেখ্য, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনাতে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে যান তাঁরা প্রতুলের সঙ্গে দেখাও করে এসেছেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানার পর মুখ্যমন্ত্রীকে ফোনে খবর দেন তাঁরাও।
হাসপাতাল সূত্রে খবর, প্রতুল মুখোপাধ্যায়-এর অবস্থা আশঙ্কাজনক। কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে তাঁকে। জানা গেছে, অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।
ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির