পুবের কলম, ওয়েবডেস্ক: স্নানের অযোগ্য প্রয়াগরাজের জল, এমনই রিপোর্ট দিয়েছে খোদ কেন্দ্রের অধীনস্থ সংস্থা। এবার এনিয়ে সরকারকে তীব্র আক্রমণ শানালেন জ্যোতির্মঠের আদি শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরাননন্দ সরস্বতী। প্রয়াগরাজের জল দূষণ নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শঙ্করাচার্য। তিনি বলেছেন, “অনেকেই আমাকে ভিডিয়ো করে এনে দেখিয়েছেন, নোংরা মল জল সরাসরি এসে মিশছে নদীতে। ৬ বছর আগে যখন কুম্ভ হয়েছিল, সরকার বলেছিল এই বার নর্দমার জল বন্ধ করা সম্ভব হয়নি, কিন্তু পরেরবার কোনও নালা-নর্দমার জল নদীতে এসে পড়বে না। বাস্তবে তা হয়নি। এই দায় সরকারের। এই বিষয় অত্যন্ত আপত্তিজনক।”
Read More: নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের
ন্যাশ্যানাল গ্রিন ট্রিবুউন্যালের প্রসঙ্গ টেনে শঙ্করাচার্য বলেন, “গঙ্গা-যমুনার জল স্নানের জন্য যোগ্য নয়। সেই বিষয়ে কিছু নির্দেশ জারি করেছিল বোর্ড। শহরের নালা-নর্দমার যে দূষিত জল এসে নদীতে মিশছে তা বন্ধ করতে বলা হয়েছিল। সারা বিশ্বে ঢাক বাজিয়ে প্রচার করা হচ্ছে, আমরা বিশাল আয়োজন করেছি। কিন্তু মূল কাজ, স্নানের জন্য শুদ্ধ-পরিষ্কার জলের বন্দোবস্ত করা, তাই হয়নি।”