৮ জানুয়ারি সেট, তৎপরতা কমিশনের

- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্কঃ ৮ জানুয়ারি সেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো কলেজে শিক্ষক নিয়োগের সেট পরীক্ষা সুষ্ঠুভাবে করতে আগাম তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, দফায় দফায় বৈঠক করা হয়েচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতি নিয়ে যাবে কোনও অভিযোগ না ওঠে, তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তাতে কোনও ভুল থাকলে কমিশনের অফিসে গিয়ে তা ঠিক করানোর কথা বলা হয়েছে।
কিছুদিন আগে ডিএলএড পরীক্ষায় পরপর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। প্রশ্নের মুখে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এরপর টেট পরীক্ষায় ছিল কড়া নিরাপত্তা। সুষ্ঠভাবেই সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর এবার সামনে স্টেট এলিজিবিটি টেস্ট বা সেট।
পরীক্ষা সুষ্ঠভাবে করতে সেট পরীক্ষার সেন্টার ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। জেলায় জেলায় তৈরি হচ্ছে কো অর্ডিনেশন কমিটি। সেই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলা জেলাশাসক ও উপাচার্যরা।
টেট পরীক্ষায় কড়া নজরদারি চালানো হয়েছিল পর্ষদের তরফে। রাখা হয়েছিল মেটাল ডিটেক্টর, বায়োমেট্রিক। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্য সবরকম সতর্কতা নেওয়া হয়েছিল। সেট পরীক্ষাতেও সেই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিটে কোনও ভুল থাকলে কমিশনের অফিসে গিয়ে তা ঠিক করানোর কথা বলা হয়েছে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য ও রিসার্চ ফেলোশিপের জন্য এই সেট পরীক্ষা নিচ্ছে কমিশন।
সেট-এ দুটি পেপারে পরীক্ষা দিতে হবে। ৫০ টি ছোট প্রশ্ন থাকে প্রথম পেপারে আর দ্বিতীয় পেপারে থাকে ১০০ টি প্রশ্ন। প্রতি প্রশ্ন পিছু থাকে ২ নম্বর করে। প্রথম পেপারের জন্য ১ ঘণ্টা ও দ্বিতীয় পেপারের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয় বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন।