০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দু’বছর পর নাখোদা মসজিদে রমযান ও তারাবিহ-র নামায, প্রস্তুতি তুঙ্গে

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 11

সুবিদ আবদুল্লাহ্ : দোরগোড়ায় দাঁড়িয়ে রমযান। জোর প্রস্তুতি চলছে কলকাতার নাখোদা মসজিদে। খুশির খবর যে, কোভিডের তৃতীয় ঢেউ কাটিয়ে দু’বছর পর তারাবিহর জামাত হবে নাখোদায়। তারই প্রস্তুতি নিতে পুরো মসজিদকে স্যানিটাইজ করা হচ্ছে প্রতি জুম্মায়। নাখোদার ইমাম ক্বারি শফিক সাহেব জানালেন, ‘প্রয়োজনীয় বিধি নিষেধ মেনেই এবার তারাবিহর জামাত হবে। সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। আগাম সতর্কতা হিসেবে তারাবিহর এক মাস আগে থেকেই জুম্মার খুৎবায় হাদিসের দরকারি কথা আলোচনার পাশাপাশি কোভিড সচেতনতার কথাও বলা হচ্ছে।’

 

তিনি আরও জানান, এই সচেতনতার প্রচার চলবে রমযান শুরুর আগের জুম্মা পর্যন্ত। মসজিদের প্রবেশ গেটে থাকছে কোভিড সচেতনতার পোস্টারও।বিধিনিষেধের তৃতীয় পর্ব কাটিয়ে চলছে আনলক পর্ব। ফলে, সকাল থেকেই জাকারিয়া স্ট্রীটে রোজকার ভিড় ব্যবসায়ীদের। সে সব পেছনে রেখে সেঁধিয়ে গেলাম মসজিদের ভেতরে। দেখা গেল জোহরের আজান শুনে মুসল্লিরা ব্যস্ত অজু করতে। কথা হল কয়েকজন মুসল্লির সঙ্গে। দু’বছর পর এবার তারাবিহ পড়ার সুযোগ হবে জেনে তাঁরা আনন্দিত।

 

প্রতিবেদককে দূর থেকে দেখে ক্বারি সাহেব ইঙ্গিতে ডেকে নিলেন তাঁর দরবারে, কথা শুরু হল। তিনি জানালেন, ৯৬ বছরের পুরনো নাখোদায় একসঙ্গে নামায পড়তে পারেন পনেরো হাজার মানুষ। তবে, প্রতি বছর তারাবিহ পড়েন আড়াই থেকে তিন হাজার মুসল্লি। গত দু’বছর কোভিড-কাঁটায় বন্ধ ছিল। এবার সবার জন্য তারাবিহর আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে তারাবিহ’র জমায়েতে আগের মতই মুসল্লিরা উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, তারাবিহতে এবার দূরের মুশাফিরদেরও নামাযে প্রবেশাধিকার থাকছে। থাকছে দৈনিক দেড় হাজার রোযাদারের জন্য ইফতার ও সেহরীর আয়োজন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’বছর পর নাখোদা মসজিদে রমযান ও তারাবিহ-র নামায, প্রস্তুতি তুঙ্গে

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার

সুবিদ আবদুল্লাহ্ : দোরগোড়ায় দাঁড়িয়ে রমযান। জোর প্রস্তুতি চলছে কলকাতার নাখোদা মসজিদে। খুশির খবর যে, কোভিডের তৃতীয় ঢেউ কাটিয়ে দু’বছর পর তারাবিহর জামাত হবে নাখোদায়। তারই প্রস্তুতি নিতে পুরো মসজিদকে স্যানিটাইজ করা হচ্ছে প্রতি জুম্মায়। নাখোদার ইমাম ক্বারি শফিক সাহেব জানালেন, ‘প্রয়োজনীয় বিধি নিষেধ মেনেই এবার তারাবিহর জামাত হবে। সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। আগাম সতর্কতা হিসেবে তারাবিহর এক মাস আগে থেকেই জুম্মার খুৎবায় হাদিসের দরকারি কথা আলোচনার পাশাপাশি কোভিড সচেতনতার কথাও বলা হচ্ছে।’

 

তিনি আরও জানান, এই সচেতনতার প্রচার চলবে রমযান শুরুর আগের জুম্মা পর্যন্ত। মসজিদের প্রবেশ গেটে থাকছে কোভিড সচেতনতার পোস্টারও।বিধিনিষেধের তৃতীয় পর্ব কাটিয়ে চলছে আনলক পর্ব। ফলে, সকাল থেকেই জাকারিয়া স্ট্রীটে রোজকার ভিড় ব্যবসায়ীদের। সে সব পেছনে রেখে সেঁধিয়ে গেলাম মসজিদের ভেতরে। দেখা গেল জোহরের আজান শুনে মুসল্লিরা ব্যস্ত অজু করতে। কথা হল কয়েকজন মুসল্লির সঙ্গে। দু’বছর পর এবার তারাবিহ পড়ার সুযোগ হবে জেনে তাঁরা আনন্দিত।

 

প্রতিবেদককে দূর থেকে দেখে ক্বারি সাহেব ইঙ্গিতে ডেকে নিলেন তাঁর দরবারে, কথা শুরু হল। তিনি জানালেন, ৯৬ বছরের পুরনো নাখোদায় একসঙ্গে নামায পড়তে পারেন পনেরো হাজার মানুষ। তবে, প্রতি বছর তারাবিহ পড়েন আড়াই থেকে তিন হাজার মুসল্লি। গত দু’বছর কোভিড-কাঁটায় বন্ধ ছিল। এবার সবার জন্য তারাবিহর আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে তারাবিহ’র জমায়েতে আগের মতই মুসল্লিরা উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, তারাবিহতে এবার দূরের মুশাফিরদেরও নামাযে প্রবেশাধিকার থাকছে। থাকছে দৈনিক দেড় হাজার রোযাদারের জন্য ইফতার ও সেহরীর আয়োজন।