প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, আগামী সপ্তাহে ফল

- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শেষে এর ফলাফল নাইজেরিয়ার ইলেকশন কমিশন প্রধানের কাছে পাঠানো হবে। এরপর সংবাদ সম্মেলন করে কমিশন প্রধান দেশবাসীকে ভোটের ফল জানাবেন। ভোটের চূড়ান্ত ফলাফল পেতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি ১৯৯৯ সালে সামরিক শাসন থেকে গণতন্ত্রে ফেরে। এরপর থেকে ২০২৩ সালের এই নির্বাচনটিকেই সবচেয়ে উন্মুক্ত বলে মনে করা হচ্ছে। অনেক তরুণ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে শুরু করেন।
এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে কারিগরি সমস্যা ও নিরাপত্তাজনিত কারণে কিছু এলাকায় ভোটকেন্দ্র সময়মতো খুলতে পারেনি। এতে সেসব কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহত হয়। নির্বাচনী প্রধান মাহমুদ ইয়াকুবু এজন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে নির্ধারিত সময় শেষেও যারা ভোট দেওয়ার জন্য লাইনে ছিলেন তাদের ভোট নেওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তিনি। সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে ২৪ বছর আগে দেশটিতে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়।
এরপর থেকে নাইজেরিয়ার রাজনীতিতে প্রধান দুটি দল হিসেবে রয়েছে ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি। নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরি হতে এবছর নির্বাচনে লড়ছেন ১৮ জন প্রার্থী। এদের সবার মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রেসিডেন্ট পদের প্রধান প্রার্থীরা হলেন- ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের নেতা ও লাগোসের প্রাক্তন গভর্নর ৭০ বছর বয়সী বোলা তিনুবু। প্রধান বিরোধী দল পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির প্রাক্তন সহ-সভাপতি ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার ও অ্যানামব্রা রাজ্যের প্রাক্তন গভর্নর লেবার পার্টির ৬১ বছর বয়সী পিটার ওবি।