জার্মানিতে মূল্যবৃদ্ধি; রাজধানীতে বিক্ষোভ

- আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে জার্মানিতে বেড়ে চলেছে জ্বালানি তেল; গ্যাস-সহ নিত্যপণ্যের দাম। এমনকী হু-হু করে বাড়ছে বাড়িভাড়া।
এতে ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। শনিবার ক্ষমতাসীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সমৃদ্ধ দেশ জার্মানির বেহাল দশা। নিষোজ্ঞার কারে রাশিয়া থেকে তেল-গ্যাস; কয়লা; খাদ্যশস্য-সহ নানা পণ্য জার্মানিতে আমদানি বন্ধ হওয়ার পর থেকেই সবকিছুর দাম যেন আকাশ ছুঁয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়াও। এই পরিস্থিতিতে জার্মান সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজানী বার্লিনের রাস্তায় নেমে প্রতিবাদ জানান হাজারো মানুষ।
স্কোলজ প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ; চ্যান্সেলর ওলাফ স্কোলজ; বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক ও অর্থমন্ত্রী রবার্ট হাবেক সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন।
বিক্ষোভে জার্মানরা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ররে দাবি তুললেও এখনই দেশের আর্থিক অবস্থা ঠিক হবে না বলে মত বিশ্লেষকদের। সবকিছু স্বাভাবিক না হলে সব জিনিসেরই দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার দেশটির জাতীয় সংসদ ভবনের সামনে অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড-এর (এএফডি) ডাকা অন্য আরও একটি সরকার-বিরোী সমাবেশে অংশ নেন কমপক্ষে ১০ হাজার মানুষ।