১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের  মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাসিনা-মোদি

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 6

ফাইল চিত্র

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিন সপ্তাহের জন্য ভারত সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুই দেশের প্রধানমন্ত্রী মিলে যৌথভাবে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন বলেই সূত্রের খবর।

 

সংবাদ মাধ্যম সংস্থা সূত্রে খবর,চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে শেখ হাসিনা ভারত সফরে আসবেন।তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।ভারতের সবেচেয়ে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ। ফলে এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার।

 

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত,কয়লাচালিত স্টেশনটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে এটি একটি যৌথ উদ্যোগ।প্রকল্পটির মূল্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।

 

এদিকে বাণিজ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে কলকাতা বন্দর। শনিবার এ ট্রায়াল রান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছনোর আগে, ভারতের জন্য কলকাতা-চট্টগ্রাম-মংলা বন্দরের মধ্যে ট্রায়াল রান বাংলাদেশ বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে।

 

ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে কলকাতা বন্দর থেকে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে কার্গো চলাচল ট্রানজিট শুধু ব্যয় ও সময়ই কমাবে না, অর্থনীতির বিকাশেও সাহায্য করবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের  মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাসিনা-মোদি

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিন সপ্তাহের জন্য ভারত সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুই দেশের প্রধানমন্ত্রী মিলে যৌথভাবে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন বলেই সূত্রের খবর।

 

সংবাদ মাধ্যম সংস্থা সূত্রে খবর,চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে শেখ হাসিনা ভারত সফরে আসবেন।তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।ভারতের সবেচেয়ে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ। ফলে এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার।

 

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত,কয়লাচালিত স্টেশনটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে এটি একটি যৌথ উদ্যোগ।প্রকল্পটির মূল্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।

 

এদিকে বাণিজ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে কলকাতা বন্দর। শনিবার এ ট্রায়াল রান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছনোর আগে, ভারতের জন্য কলকাতা-চট্টগ্রাম-মংলা বন্দরের মধ্যে ট্রায়াল রান বাংলাদেশ বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে।

 

ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে কলকাতা বন্দর থেকে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে কার্গো চলাচল ট্রানজিট শুধু ব্যয় ও সময়ই কমাবে না, অর্থনীতির বিকাশেও সাহায্য করবে।