পদ ছাড়তে পারেন প্রধানমন্ত্রী কাদেমি!

- আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্যাপক সহিংসতার পর ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোনখ্যাত’ এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহার করল দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা। এদিকে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী।
অন্যদিকে আগাম নির্বাচনের মাধ্যমে চলমান সংকট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন ইরাকের প্রেসিডেন্ট। দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশটির প্রভাবশালী শিয়া নেতা আল সদরের সমর্থকরা রাজধানী বাগদাদের গ্রিন জোনখ্যাত এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার দ্বিতীয় দিন নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় অনেক হতাহতের ঘটনা ঘটে। এরপরই আল-সদর প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়ে তার সমর্থকদের বিক্ষোভ বন্ধের নির্দেশ দেন। টেলিভিশনে এক ভাষণে ওই এলাকা ছেড়ে যেতে অনুসারীদের এক ঘণ্টা সময় দেন তিনি। তার ঘোষণার পরই বিক্ষোভকারীরা সরে যেতে শুরু করে।
বিক্ষোভকারীরা চলে যেতে থাকলে কারফিউ তুলে নেওয়ার কথা জানায় ইরাকি সেনা। এদিকে ইরাকের রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলে নিজের পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি।
কাদিমি বলেন, বুলেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে রক্তপাত ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। সহিংসতা থামায় স্বস্তি প্রকাশ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।
তবে রাজনৈতিক সমস্যা এখনও শেষ হয়নি বলে সতর্ক করেছেন তিনি। চলমান সংকট নিরসনে আগাম নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। বারহাম সালিহ বলেন, ‘ইরাকের বর্তমান পরিস্থিতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এ পরিস্থিতি চলতে দেওয়া যাবে না।রাজনৈতিক সংকট মোকাবিলায় আগাম নির্বাচন করা উচিত। নির্বাচন হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আসবে। ইরাকের মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হবে।’