রাজস্থানের প্রথম বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্র মোদি
ইমামা খাতুন
- আপডেট :
১২ এপ্রিল ২০২৩, বুধবার
- / 7
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল রাজস্থান। বুধবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজমীর-দিল্লি ক্যান্টমেন্ট রুটে ছুটবে এই সেমি বুলেট ট্রেন। দেশে মোট ১৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে।
ট্রেনের উদ্বোধন করে মোদি এদিন বলেন, গত দু’মাসে ষষ্ঠ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি উন্নয়ন, আত্ম-নির্ভরতা, আধুনিকতা ও স্থায়ীত্বের সমার্থক হয়ে উঠছে। এই ট্রেন রাজস্থানের পর্যটন শিল্পে জোয়ার আনবে বলেও জানান তিনি।
এদিন বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বার্থপর ও নিম্নমানের রাজনীতি সর্বদায় রেল বা দেশের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে। অতীতে বিরাট বিরাট দুর্নীতি রেলের উন্নয়নের পথে যেমন বাধা সৃষ্টি করেছে, তেমনই রেলের নির্বাচন প্রক্রিয়াও স্বচ্ছ হতে দেয়নি। ২০১৪ সালের পরেই বিপ্লবী রূপান্তর ঘটতে শুরু করে। স্বাধীনতার পর রেলওয়ের আধুনিকায়নে সব সময় রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক স্বার্থ দেখে সিদ্ধান্ত হয়েছিল কে হবেন রেলমন্ত্রী, রাজনৈতিক স্বার্থেই এমন ট্রেন ঘোষণা করা হয়েছে যেগুলি কখনও চলেনি।”
এদিনের অনুষ্ঠানে, রাজনৈতিক ব্যস্ততার মধ্যে থাকার পরেও সময় বার করে আসার জন্য মুখ্যমন্ত্রী গেহলটকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তাঁকে বন্ধু হিসেবেও সম্বোধন করেন মোদি। খানিকটা হাসির ছলেই প্রধানমন্ত্রী বলে ওঠেন , গেহলট’জি আপনার তো দু’হাতেই লাড্ডু! রেলমন্ত্রী রাজস্থানের মানুষ, আবার রেল বোর্ডের চেয়ারম্যানও এই রাজ্যেরই। আপনার জোড়া সুবিধা হয়ে গেল।’’
উল্লেখ্য, ট্রায়াল রানে এই ট্রেনটি দিল্লি থেকে জয়পুরে ৪ ঘণ্টাতেই পৌঁছে গিয়েছে। তবে এই ট্রেনটি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ছুটলে দিল্লি থেকে জয়পুর মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এই ট্রেনটি ৪৪২ কিমি অতিক্রম করছে ৬ ঘণ্টা ৫ মিনিটে। সপ্তাহে ৬ দিন দিল্লি থেকে আজমির যাবে এই ট্রেন। তবে বুধবারে এই ট্রেন চলবে না বলেই রেল সূত্রে জানা গেছে।
এখনও পর্যন্ত এই ট্রেনের টিকিটের দাম ঘোষণা করা হয়নি। তবে ৮০০ টাকার আশেপাশে এই ট্রেনের ভাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ১,৮০০ টাকা। রাজস্থানী খাবার পেঁয়াজ কচুরি, যোধপুরী পোলাও ও ডাল-বাটি পরিবেশন করা হবে ট্রেনে।
তবে এর জন্য যাত্রীদের আলাদাভাবে টাকা দিতে হবে। ইতিমধ্যে কলকাতা সহ দেশের একাধিক রুটে কার্যত প্রত্যেকদিনই ছুটছে বন্দেভারত। যদিও রাজস্থানে রুটে কবে বন্দেভারত ছুটবে তা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন পেল সে রাজ্য।