নতুন লুকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ইমামা খাতুন
- আপডেট :
৯ এপ্রিল ২০২৩, রবিবার
- / 6
পুবের কলম,ওয়েবডেস্ক: কর্ণাটক বান্দিপুর টাইগার রিজার্ভে প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। রবিবার মাইসোরে ‘প্রোজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি সেখানে উপস্থিত হন। জঙ্গলে প্রায় ২০ কিলোমিটার সাফারি করেন মোদি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দেন তিনি। পরনে ছিল খাকি প্যান্ট, গায়ে ক্যামোফ্লাজ টি-শার্ট ও মাথায় হ্যাট এছাড়াও চোখে ফ্যাশনেবল ডার্ক রোদ চশমা।
মধ্যপ্রদেশের পরেই দেশের সবচেয়ে বেশি বাঘের বাস কর্নাটকের জঙ্গলগুলিতে। বান্দিপুর দেশের সমৃদ্ধ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। মোদিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি বান্দিপুর পরিদর্শনে গেলেন। পাশাপাশি বন সংরক্ষণের সঙ্গে জড়িত বনকর্মী ও সেল্ফ হেল্প গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।এই সাফারির পর প্রধানমন্ত্রী সোজা চলে যান মাইশুরুতে কর্নাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির অনুষ্ঠানে। সেখানেই ২০২২ সালে ব্যাঘ্র সুমারির রিপোর্টও প্রকাশ করেছেন তিনি। সেই রিপোর্ট অনুযায়ী, দেশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৬৭। যা আগের থেকে ৬ শতাংশ বেশি।
প্রসঙ্গত, সামনেই কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে একাধিক প্রকল্পের রূপায়নের জন্য সেখানে গিয়েছেন মোদি। তবে দিনের রাজনৈতিক কর্মসূচির শুরুর আগে রবিবার প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য জঙ্গল সফর উপভোগ করলেন।