আজ বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার কর্নাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লউ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পিএমও সূত্রে জানা যাচ্ছে সোমবার ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লউ)। এর লক্ষ্য হল একটি পাওয়ার হাউস হিসাবে ভারতের ক্রমবর্ধমান দক্ষতা প্রদর্শন করা।
ইভেন্টটি ঐতিহ্যগত এবং অপ্রথাগত শক্তি একত্রিত করবে এবং একটি দায়িত্বশীল শক্তি পরিবর্তনের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করবে। এতে সারা বিশ্বের ৩০ টিরও বেশি দেশের মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রী বৈশ্বিক তেল ও গ্যাসের প্রধান নির্বাহীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। তিনি সবুজ শক্তির ক্ষেত্রে একাধিক উদ্যোগও চালু করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী গ্রিন মোবিলিটি র্যালিকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করবেন। গ্রিন এনার্জি যানবাহনেএবং সবুজ জ্বালানির জন্য জনসচেতনতা তৈরি করতে সহায়তা করবে।