পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএল-এ আর্থিক তছরুপ মামলায় সাঁড়াশি চাপে ললিত মোদি। ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন ভঙ্গ হল পলাতক ব্যবসায়ীর। ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন মোদি। কিন্তু সেদেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাট সাফ জানিয়ে দিয়েছেন, ললিতের পাসপোর্ট বাতিল করা হবে। জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদিকে নাগরিকত্ব দিতে চায় না ভানুয়াতুর প্রশাসন। সোমবার সেই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জোথাম নাপাট, খোদ নিজে নাগরিকত্ব কমিশনকে ললিত মোদিকে দেওয়া নাগরিকত্ব বাতিলের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে ইন্টারপোলে আবেদন করেছিল ভারত। যদিও সেই আবেদন খারিজ হয়েছে। সেই বিষয়টিই উল্লেখ করে ললিতের পাসপোর্ট বাতিল করা হল বলে জানিয়েছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যথাযথ কারণ ছাড়া ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। কেউ প্রত্যাপর্ণ এড়ানোর জন্য ভানুয়াতুর শরণাপন্ন হলে, তাকে কোনও ভাবে সমর্থন করবে না আমাদের দেশ। সম্প্রতি প্রকাশিত কিছু তথ্য অনুযায়ী, ললিত মোদী সেই প্রত্যাপর্ণ এড়াতেই আমাদের কাছে শরণাপন্ন হয়েছিলেন।’