BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভিভিআইপিদেরও সিগনালে অপেক্ষা করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

আজমীর শরিফে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ২ জানুয়ারিঃ আগামী ৪ জানুয়ারি থেকে আজমীর শরীফে শুরু হচ্ছে ৮১৩তম উরস। সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও খাজা বাবার মাজারে চাদর চড়ানোর জন্য চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজু ও বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকির হাত দিয়ে আজমীর শরীফে এই চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী।

একদিকে যখন ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা দাবি করছে, আজমীর শরীফের জায়গায় আগে শিব মন্দির ছিল।  রাজস্থানের একটি আদালতে এই নিয়ে মামলাও হয়েছে। সেই আবহে প্রধানমন্ত্রীর এভাবে আজমীরে চাদর পাঠানো যথেষ্ট তাৎপর্যপূণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই নিয়ে ১১বার চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ১৫মিনিট নাগাদ জয়পুর বিমান ব¨রে পৌঁছানোর কথা রিজিজুর। সেখান থেকে সড়ক পথে তিনি আজমীর দরগাহতে যাবেন। বেলা ১১টা নাগাদ মাজারে তাঁর চাদর চড়ানোর কথা রয়েছে। উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর পাঠানো চাদর আজমীর শরীফে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও জামাল সিদ্দিকি। এবার অবশ্য রিজিজু ও সিদ্দিকি চাদর নিয়ে যাবেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder