জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

- আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 27
পুবের কলম ওয়েব ডেস্কঃ জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে!কেউ যেনও নিজেকে সংখ্যা লঘু ভেবে ছোট না মনে করে।তাই বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তিনি আরও বলেন,বাংলাদেশে যত দুর্গাপূজার মণ্ডপ হয়, পশ্চিম বঙ্গেও তত পূজা মণ্ডপ হয়না। মুসলিম প্রধান দেশ হলেও বাংলাদেশে সব ধর্মের মানুষই সমান। বৃহস্পতিবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই বার্তা দেন হাসিনা। বাংলাদেশে কখনও একটা ব্যতিক্রমী অপ্রীতিকর ঘটনা ঘটলেই সেটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।অনেকেই ভাবে সেখানে হিন্দু সম্প্রদায় নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই প্রসঙ্গে আফসোস প্রকাশ করেন প্রধানমন্ত্রী হাসিনা।এদিন তিনি জানিয়েছেন, তাঁর সরকার এবং আওয়ামি লিগ কোনও ধর্ম-সম্প্রদায়কেই ছোট মনে করে না।