‘মনরেগা প্রকল্পের বরাদ্দ হ্রাস করে এটিকে হত্যা করতে চাইছে প্রধানমন্ত্রী’, কটাক্ষ কংগ্রেসের
ইমামা খাতুন
- আপডেট :
২৬ এপ্রিল ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: এবার মনরেগা প্রকল্প নিয়ে মোদিকে দুষলেন কংগ্রেস। অভিযোগ, মহাত্মা গান্ধি জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের বরাদ্দ কমিয়ে, অর্থ প্রদানে বিলম্বে করে এটিকে হত্যা করতে চাইছে প্রধানমন্ত্রী। এই প্রকল্প থেকে যাতে গ্রামীণ কর্মীরা কোনও লাভ না পায় তার পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে ইউপিএ সরকারের আমলে জারি করা হয়েছিল মহাত্মা গান্ধি গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। এই আইনের লক্ষ্য ছিল, দেশের গ্রামীণ এলাকায় জীবিকার নিরাপত্তা বৃদ্ধি এবং তার মাধ্যমে প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের এক আর্থিক বছরে অন্তত একশো দিনের মজুরি প্রাপ্তি নিশ্চিত করা। তবে বরাবরই মোদি সরকারের রোষে পড়েছে এই প্রকল্পটি। সংসদে দাঁড়িয়েও এই স্কিমটিকে অপমানও করেছেন তিনি।
এদিন সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক ও কর্মচারী সংগঠনের চেয়ারম্যান ও কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, যেই মনরেগাকে কেন্দ্রীয় শাসকদল অবজ্ঞা করে এসেছে, সেই মনরেগার ওপর ভরসা করেই করোনা কালে গোটা দেশের গরীব মানুষ বেঁচে ছিল। কেবল এই প্রকল্পটি কংগ্রেস নিয়ে এসেছিল বলে এবং এটি মহাত্মা গান্ধির নাম দিয়ে হয়েছিল বলেই কি এত গাত্রদাহ?
এ প্রসঙ্গে মোদি সরকার কোনও দিন তাঁর ভুল স্বীকার করেননি তো বটেই বরং এই প্রকল্পের বরাদ্দ দিনের দিন হ্রাস করছেন, এবং জাতীয় মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপ এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো শর্ত প্রবর্তন করে প্রকল্পটি বন্ধ করে দিচ্ছেন। যা গ্রামীণ মানুষদের সমস্যার মুখে ফেলেছে।
২০২১-২২ সালের সংশোধিত বরাদ্দ হিসেবে মনরেগা প্রকল্পের অধীনে ১ লক্ষ ১১ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা করোনা মহামারির সময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে ছিল। তারপর থেকে প্রতি বছর এই স্কিমের বাজেট হ্রাস করা হয়েছে।
২০২২-২৩ এর বাজেট প্রস্তাবিত ব্যয়ে এই প্রকল্পে বরাদ্দ অর্থ ছিল ৭৩,০০০ কোটি টাকা। ২০২৩-২৪এর ‘স্বস্তি’-এর বাজেটে তা কমে দাঁড়িয়ে হয়েছে ৬০,০০০ কোটি। প্রায় ১৮ শতাংশ কমেছে বরাদ্দের পরিমাণ। এছাড়াও, যদি সংশোধিত ব্যয়ের হিসাব দেখা হয়, তবে আরও বাড়বে এই শতাংশ। ৮৯,৪০০ কোটির সংশোধিত ব্যয় মাফিক ৩৩ শতাংশ কমেছে আগামী অর্থবছরের বরাদ্দ। মধ্যবিত্তদের জন্য করছাড়ে একাধিক সুবিধা ছিল ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে। কিন্তু গ্ৰামীণ প্রকল্পে বরাদ্দের পরিমাণেও এবার ছাঁটাই হল বেবাক। তাহলে কী ২০২৪-এর লোকসভা ভোটের আগে মোদি সরকারের সম্পূর্ণ নজর ঘুরে গেল উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের দিকেই উঠছে প্রশ্ন?