কলেজের ক্লাস রুমে গোবর লেপলেন অধ্যক্ষ, গবেষণার অংশ দাবি কর্তৃপক্ষের

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 22
পুবের কলম, ওয়েবডেস্ক: কলেজের অবস্থা বেহাল। খুলে পড়ছে ক্লাস রুমের প্লাস্টার। এমনই দূরবস্থায় শ্রেণিকক্ষের দেওয়ালে গোবরের প্রলেপ দিতে দেখা গেল অধ্যক্ষকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের এমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অধ্যক্ষ প্রত্যুষ ভাটসলা বলেছেন, এটি এক গবেষকের গবেষণার অংশ ছিল। প্রকল্পটির নাম ‘স্টাডি অব হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ’। অধ্যক্ষের কথায়, “এটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি এক সপ্তাহ পরে সম্পূর্ণ গবেষণার বিবরণ তুলে ধরব। পোর্টা কেবিনে এই গবেষণা চলছে। আমি নিজে তাদের মধ্যে একটি প্রলেপ দিয়েছি কারণ প্রাকৃতিক কাদা স্পর্শ করার কোনও ক্ষতি নেই। কিছু মানুষ পুরো তথ্য না জেনেই ভুল তথ্য ছড়াচ্ছে।”
ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, কলেজের কর্মীদের সাহায্যে দেওয়ালে গোবর লাগাচ্ছেন অধ্যক্ষ। এই ঘটনার ভিডিয়ো কলেজের শিক্ষকদের গ্রুপেই শেয়ার করেন অধ্যক্ষ নিজে। সেটি শেয়ার করার সময় তিনি লেখেন, “সি ব্লকে শ্রেণিকক্ষ শীতল করার জন্য দেশীয় পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই শ্রণিকক্ষে যাদের ক্লাস আছে তারা নতুন রুপে পাবেন। পড়ুয়াদের পাঠদানের অভিজ্ঞতা আনন্দদায়ক করার চেষ্টা করা হচ্ছে।” প্রসঙ্গত, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নামে নামকরণ করা কলেজটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি বিহারে অবস্থিত এবং দিল্লি সরকারের অধীনে পরিচালিত হয়।
এদিকে গোবর প্রলেপের ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র সমালোচনার শুরু হয়েছে। একাংশের অভিযোগ, সরকারকে খুশি করতেই এমন কাণ্ড করেছেন অধ্যক্ষ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অধ্যক্ষ এবং উপাচার্যের অফিস শীততাপ নিয়ন্ত্রিত এবং সুসজ্জিত। সেখানে শ্রেণিকক্ষগুলির যে বেহাল দশা তা অধ্যক্ষের কর্মকাণ্ডেই স্পষ্ট।