দেশে এখনও দরিদ্র, অনাহার, বেকারত্ব, বর্ণবাদ, অস্পৃশ্যতা এবং মুদ্রাস্ফীতির মতো সমস্যা রয়ে গিয়েছে আরএসএস অনুসারী সংগঠনের অনুষ্ঠানে বললেন নীতিন গড়করি
- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতানুসারী সংগঠন ভারত বিকাশ পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে বিশ্বে জায়গা করে নিয়েছে। কিন্তু অস্বীকার করার কোন জায়গা নেই আমদের দেশে এখনও দরিদ্র, অনাহার, বেকারত্ব, বর্ণবাদ, অস্পৃশ্যতা এবং মুদ্রাস্ফীতির মতো সমস্যা রয়ে গিয়েছে। তিনি বলেন, দেশে ধনী-দরিদ্রের ব্যবধান বেড়েছে, যা দূর করা প্রয়োজন।সমাজে সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠার প্রয়োজন আছে। সমাজের এই দুই বিভাগের মধ্যে ব্যবধান বেড়েছে। সামাজিক বৈষম্যের মতো অর্থনৈতিক বৈষম্যও বেড়েছে,” এই দিন নিজের বক্তব্যে বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
গড়করি ধনী-দরিদ্রের ব্যবধান কাটাতে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিষেবার ক্ষেত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, তিনি বলেন, “দেশের এই ১২৪টি উচ্চাকাঙ্ক্ষী জেলা সামাজিকভাবে এবং শিক্ষা ও স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে রয়েছে। শহরাঞ্চলে প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু সুযোগ-সুবিধা ও সুযোগের অভাবে বিপুল জনসংখ্যা শহরে চলে গেছে।” গ্রামীণ এলাকার ক্ষমতায়নে কাজ করার জন্য ভারত বিকাশ পরিষদের কাছে আবেদন জানাচ্ছি।