অসুস্থ বিশিষ্ট আলেম মুফতি লিয়াকত আলি, সুস্থতার জন্য দোওয়ার আহ্বান পরিবারের

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 26
নাজির হোসেন লস্কর, মগরাহাট: বিশিষ্ট আলেম আলহাজ্ব হযরত মাওলানা মুফতি লিয়াকত আলি মাজাহিরি সাহেব অসুস্থ৷ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাসভবনে অসুস্থবোধ করেন দ্বীন উস্তাজুল আসাতিজা শাইখ পথ প্রদর্শক লিয়াকত সাহেব৷ তড়িঘড়ি পরিবারের লোকেরা ফলতার দি সহরারহাট নার্সিংহোমে ভর্তি করেন৷ তাঁর জ্যৈষ্ঠপুত্র মুফতি জাকারিয়া সাহেব তাঁর আব্বার সুস্থতার জন্য সকলের কাছে দোওয়া প্রার্থনা করেন৷ নার্সিংহোমের কর্ণধার আলহাজ্ব জাহির হোসেন সেখ বলেন, লিয়াকত সাহেবের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ চিকিৎসার কোনওরকম খামতি নেই৷ বিশিষ্ট চিকিৎসরা তাঁর সেবায় নিয়োজিত৷
দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা বাংলার বিভিন্ন প্রান্তের তিন শতাধিক দ্বীনি প্রতিষ্ঠানের যুক্ত রয়েছেন লিয়াকত সাহেব৷ দায়িত্বে রয়েছেন মগরাহাট মাদ্রাসা তবলীগুল উলুমের স্বনামধন্য সভাপতি ও মগরাহাট ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান উপদেষ্টা পদেও৷ অসংখ্য শিক্ষার্থীর শাইখ পথ প্রদর্শক তথা যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও ঝাউতলা মসজিদের পেশ ইমাম লিয়াকত সাহেব বহু ইসলামি গ্রন্থের প্রণেতাও৷
বিদগ্ধ আলেমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মসজিদে, মসজিদে, দ্বীনি প্রতিষ্ঠানগুলিতে বিশেষ দোওয়া প্রার্থনার মধ্য তাঁর সুস্থতা কামনা করছেন মানুষ৷ এই খবর কানে যেতেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান লিয়াকত সাহেবের দ্রুত আরোগ্য কামনা করেন৷ তিনি বলেন, মাস দুই আগে সুন্দরবন আল-মানার মিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে পাশের আসনে কত কথা হল৷ অনুষ্ঠানে দরুদ শরীফ পাঠ ও কুরআন শরীফ তেলওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন৷ বিভিন্ন সামাজিক কাজ ও দ্বীনি শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। তাঁর মতো ইসলামি স্কলারের কথা মনটা ভারাক্রান্ত হয়ে গেল৷ আল্লাহপাকের কাছে দোয়া করি, তাঁকে দ্রুত শিফা দান করুন৷ সুস্থতার সঙ্গে পুনরায় দ্বীনের দাওয়াতের কাজে ফিরে আসার জন্য লিয়াকত সাহেবের জন্য সমস্ত মুসলিম ভাই-বোনদের কাছে দোওয়ার আহ্বান করেছেন মগরাহাট ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওলিউল্লাহ৷