যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 29
পুবের কলম, ওয়েবডেস্ক: সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) সামনে চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। সোমবার একদিকে এসএসসির (SSC) সঙ্গে বৈঠক, আর অন্যদিকে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ‘থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য’ বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি (SSC) ভবনে সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারারা। ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, এই দাবি নিয়ে আজ এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারারা। এই প্রশ্ন তুলে চাপ বাড়িয়ে আন্দোলনে বসেছিলেন শিক্ষকরা। অবস্থানে বসেছিলেন শিক্ষাকর্মীরাও। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা কাউন্সেলিংয়ে রাজি নন। তাঁরা চান দ্রুত তালিকা প্রকাশ করা হোক। তালিকা প্রকাশে দেরি হওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন: Supreme Court Order: স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা
শিক্ষক নিয়োগের সময় কাউন্সেলিং (ইন্টারভিউ) হয়েছিল ১৫টির বেশি। এ ভাবে ২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ হয়। তাঁদের মধ্যে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন, ওই ১২টি কাউন্সেলিংয়ে যাঁরা ছিলেন, সবগুলি থেকে এক জন করে প্রতিনিধি যাবেন এসএসসি (SSC)চেয়ারম্যানের কাছে। শেষ পর্যন্ত মোট ১৩ জন বৈঠক করতে যান এসএসসি ভবনে। তবে বৈঠকের কিছু ক্ষণ পরে শুরু হয় এসএসসি ভবনের সামনে তোলপাড়। কারণ, ভবনের বাইরে থাকা শিক্ষক-শিক্ষিকারা জানতে পারেন, মোট তিনটে কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেবে এসএসসি (SSC)। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ।