ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
- / 41
পুবের কলম, ওয়েবডেস্ক : ক্যানিং ১ ব্লকের হাটপুকুরিয়া পোলের মুখ নতুন বাজারে ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে সভা হয় রবিবার। বিভিন্ন এলাকা থেকে এদিন বহু মানুষজন এই প্রতিবাদ সভায় সামিল হন। বিভিন্ন বক্তারা শান্তি বজায় রেখে এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে আন্দোলন করার ডাক দেন। বক্তব্য রাখতে গিয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক নাজমুল আরেফিন বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে এই ওয়াকফ আন্দোলন জারি রাখতে হবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না
ওয়াকফ আইন (Waqf Law) নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় এটা কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহসভাপতি মাহমুদুল হাসান বলেন, পাঞ্জাবের কৃষক আন্দোলনের ন্যায় শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন আমাদেরকে দীর্ঘায়িত করতে হবে। কারও প্ররোচনায় পড়ে এই আন্দোলন যাতে থমকে না যায় সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের হাফেজ নাজমুল ইসলাম, পীরজাদা মাওলানা জাফর সিদ্দিকী, হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জালাল উদ্দিন সরদার, উপপ্রধান রাকিবুল সর্দার, স্থানীয় ইমাম হাফেজ কারী সাইফুদ্দিন ঢালী প্রমুখ।