নদিয়ায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

- আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
- / 31
পুবের কলম প্রতিবেদক, নদিয়া: বুধবার সন্ধ্যায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নদিয়া জেলা শাখার উদ্যোগে ব্লকে ব্লকে ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে নদিয়ার নরপতি পাড়া তেমাথা বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলি হোসেন, কল্যাণী ব্লক সভাপতি রেজাউল হক, কোষাধ্যক্ষ জামসের মণ্ডল এবং রাজ্য সহ-সভাপতি শিক্ষক তাজেল আলি মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করে ওয়াকফ সংশোধনী বিল প্রণয়ন করছে। তাজেল আলি মণ্ডল বলেন, ‘ওয়াকফ সংশোধনী বিল একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। বিজেপি এই পরিকল্পনায় সফল হবে না।’
উল্লেখ্য, ওয়াকফ (সংশোধনী) বিল-২০২৪ ভারতের সংসদে বিতর্কের সৃষ্টি করেছে। বিলটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং সরকারের ভূমিকা বৃদ্ধির প্রস্তাব করে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িছে। সমালোচকরা মনে করেন, এই বিল মুসলিমদের সম্পত্তির অধিকার খর্ব করতে পারে এবং সংখ্যালঘুদের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। সরকারের দাবি, এই পরিবর্তনগুলি দুর্নীতি প্রতিরোধ এবং বৈচিত্র্য বাড়ানোর জন্য করা হচ্ছে, তবে বিরোধীরা একে সংখ্যালঘুদের অধিকার দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই বিলের বিরোধিতা করে জানিয়েছে যে, তারা সংবিধানসম্মত উপায়ে আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।