ইরানে সংবাদ সম্প্রচারের সময় টিভি হ্যাক করল বিক্ষোভকারীরা

- আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানের একটি টেলিভিশন চ্যানেল হ্যাক করেছে বিক্ষোভকারীরা। শনিবার , ৮ অক্টোবর লাইভ সংবাদ সম্প্রচারের সময় হ্যাকিংয়ের এই ঘটনা ঘটে। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে করা এই হ্যাকিংয়ের ঘটনায় টেলিভিশনটির সংবাদ বুলেটিন সম্প্রচার কিছুক্ষনের জন্য বন্ধ হয় বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।
ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নতুন করে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলেই সূত্রে খবর।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সন্ধ্যা ছয়টার দিকে টিভিতে সংবাদ বুলেটিন চলার সময় হঠাৎ পর্দায় কিছু ছবি ভেসে ওঠে। পর্দায় প্রথমে একটি মুখোশ দেখা যায়। এর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির একটি ছবি ভেসে ওঠে। ওই ছবিতে দেখা যায়, খামেনির চারপাশে আগুন জ্বলছে। হ্যাকাররা তাদেরকে ‘আদালত আলি’ বা ‘আলির বিচার’ বলে পরিচয় দিয়েছে।
এ ছাড়া টিভিতে ক্যাপশনগুলোর মধ্যে একটিতে ‘আমাদের সঙ্গে যোগ দিন এবং জেগে উঠুন’ লেখা দেখা যায়। সেখানে অন্য একজন বলেছেন, ‘আপনাদের কারণে আমাদের যুবকদের রক্ত ঝরছে’। কয়েক সেকেন্ডের জন্য এটি স্থায়ী থাকে।