দূতাবাসে বিক্ষোভ কানাডার রাষ্ট্রদূতকে তলব দিল্লির

- আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের সমর্থকদের বিক্ষোভ এবং তাণ্ডবের ঘটনায় এবার শনিবার কানাডার রাষ্ট্রদূতকে জরুরি তলব করে ভারত। রাষ্ট্রদূতের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়। পুলিশের উপস্থিতিতে কী করে সুরক্ষায় এত বড় ফাঁক রয়ে গেল? তা হলে কি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর ছিল না? এদিন ভারত সরকার কানাডা সরকারের কাছেও এর জবাব তলব করে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ট্যুইটে লিখেছেন,‘আশা করা যায় কানাডার সরকার আমাদের কূটনীতিকদের নিরাপত্তা এবং আমাদের কূটনৈতিক ভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে, যাতে তারা স্বাভাবিক কূটনৈতিক কাজকর্ম করতে সক্ষম হয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের কূটনৈতিক মিশন এবং কনস্যুলেটগুলির নিরাপত্তা লঙ্ঘন করার জন্য পুলিশের উপস্থিতিতে এই ধরনের লোকেদের কীভাবে অনুমতি দেওয়া হয়েছিল সে সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ভারত সরকার।’ বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত সরকার কানাডার রাষ্ট্রদূতকে ভিয়েনা কনভেনশনের কথা ফের একবার মনে করিয়ে দেন।
কানাডার বিদেশমন্ত্রী মেলানি জলি জানিয়েছেন, পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দ্রুত স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে বলেই আশাবাদী কানাডা। পাঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের অনুগামীদের গ্রেফতার করা হয়েছে। অমৃতপালের খোঁজে চলছে তল্লাশি। এর প্রতিবাদেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে খালিস্তান সমর্থকরা।