২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
- / 15

FILE PHOTO: Russia's President Vladimir Putin attends the launching ceremony of the new Euro+ combined oil refining unit at the Gazprom Neft Moscow Refinery, via video link at the Novo-Ogaryovo state residence outside Moscow, Russia July 23, 2020. Sputnik/Alexei Druzhinin/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY./File Photo
পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধ নিয়ে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, মস্কো ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে। যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেন হামলা চালালে পাল্টা প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। প্রেসিডেন্টের দফতর বলেছে, ক্রেমলিন আশা করে, ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারাও জবাব দেব।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া ৯ মে যুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন করবে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ঘোষণা এলো।