১০ সন্তানের মায়েদের পুরস্কার দিলেন পুতিন

- আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
- / 20
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ায় যে সব মায়েরা দশ সন্তান বা তার অধিক সন্তান জন্ম দিয়েছেন, তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করা ও সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক ঘোষণায় পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভের স্ত্রী মেদনি কাদিরোভাও রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে কয়েক হাজার সেনা পাঠিয়েছেন রমজান কাদিরভ। এমনকি প্রয়োজন হলে নিজের কিশোর সন্তানদেরও যুদ্ধে পাঠাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
পুরস্কার হিসেবে প্রত্যেক ‘মাদার হেরোইন’ বিজয়ী পাবেন ১০ লক্ষ রুবল ও একটি স্বর্ণপদক। ‘মাদার হিরোইন’ নামে এক রাষ্ট্রীয় পুরস্কারের প্রচলন ছিল প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ পুরস্কার প্রবর্তন করেন প্রাক্তন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত প্রায় পাঁচ দশক এ পদক চালু ছিল।
দীর্ঘ এ সময়ে বহু নারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়। প্রায় তিন দশক পর চলতি বছরের আগস্ট মাসে এ পুরস্কার আবারও চালু করে রাশিয়া। ১০ বা তার অধিক সন্তান জন্ম দেওয়া প্রত্যেক রুশ নারীকে এ খেতাব দেওয়ার ঘোষণা দেন পুতিন। উল্লেখ্য, নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হয়।