১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপ কে সামনে রেখে কর্মসংস্থান,১০ হাজার কর্মী নেবে কাতার এয়ারওয়েজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 7

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারে এবার বসছে ২০২২ ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। নতুন করে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। করোনা মহামারির দাপট এখন অনেকটাই স্তিমিত। তাই নতুন করে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ দিচ্ছে কাতার এয়ারওয়েজ।

 

দোহাভিত্তিক কোম্পানিটি এরই মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মী সংখ্যা বর্তমানের প্রায় ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার করা হবে।

চলতি সপ্তাহে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারি কাটিয়ে এখন আর্থিক বৃদ্ধির  পথে এগোচ্ছে কাতার এয়ারওয়েজ। তাই  বিশ্বকাপ সামনে রেখে পুরোদমে কর্মী নিয়োগ করা হচ্ছে।

তবে বর্তমান নিয়োগের ক্ষেত্রে কতগুলো পদ স্থায়ী হবে সে সম্পর্কে কিছু জানায়নি এয়ারলাইনটি। ২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। এরপর ২০২১ সালে কাতার এয়ারওয়েজ কর্মীর সংখ্যা কমিয়ে ৩৭ হাজারের নিচে নামিয়ে আনে। এছাড়া ৩৩টির বেশি শহরে তাদের অপারেশন বন্ধ থাকে। তবে এখন পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফুটবল বিশ্বকাপ কে সামনে রেখে কর্মসংস্থান,১০ হাজার কর্মী নেবে কাতার এয়ারওয়েজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: কাতারে এবার বসছে ২০২২ ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। নতুন করে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। করোনা মহামারির দাপট এখন অনেকটাই স্তিমিত। তাই নতুন করে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ দিচ্ছে কাতার এয়ারওয়েজ।

 

দোহাভিত্তিক কোম্পানিটি এরই মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মী সংখ্যা বর্তমানের প্রায় ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার করা হবে।

চলতি সপ্তাহে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারি কাটিয়ে এখন আর্থিক বৃদ্ধির  পথে এগোচ্ছে কাতার এয়ারওয়েজ। তাই  বিশ্বকাপ সামনে রেখে পুরোদমে কর্মী নিয়োগ করা হচ্ছে।

তবে বর্তমান নিয়োগের ক্ষেত্রে কতগুলো পদ স্থায়ী হবে সে সম্পর্কে কিছু জানায়নি এয়ারলাইনটি। ২০২০ সালে করোনা মহামারি শুরু হয়। এরপর ২০২১ সালে কাতার এয়ারওয়েজ কর্মীর সংখ্যা কমিয়ে ৩৭ হাজারের নিচে নামিয়ে আনে। এছাড়া ৩৩টির বেশি শহরে তাদের অপারেশন বন্ধ থাকে। তবে এখন পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে।