উন্নয়নশীল লেবাননকে বিশ্বকাপে ব্যবহৃত বাস দিচ্ছে কাতার

- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ হিসেবে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করল। মুসলিম প্রধান দেশ কাতার এই বিশ্বকাপ আয়োজন করায় শুরুতে তাদের স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ, সমকামিদের প্রবেশ নিষেধাজ্ঞা সহ একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মেতে উঠেছিল ইউরোপীয় মিডিয়া।
এমনকি কাতারে স্টেডিয়ামে তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের ওপর অত্যাচারের বিষয়টিও তুলে ধরে তারা। যদিও পশ্চিমা মিডিয়ার এই সব নেতিবাচক প্রচারকে আমল না দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করল কাতার। আর সেই আনন্দে এবারে তারা বিশ্বকাপের জন্য ব্যবহৃত বাসগুলি উপহার হিসেবে দিয়ে দিতে চলেছে লেবাননকে।
প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে নিজেদের দেশে ফুটবলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নিয়েছিল আয়োজক কাতার। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে তারা উন্নত করেছিল নিজেদের দেশের পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল।
বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলিকে উপহার হিসেবে দিয়ে দেবে বলে জানিয়েছিল কাতার। সেই মতো লেবাননকে বাস উপহার দেওয়ার কথা ভাবছে তারা। সূত্রের খবর, কাতার থেকে বাস উপহার পাওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুধু বাস নয়, উন্নয়নশীল দেশগুলিকে কাতার ৯৭৪ স্টেডিয়াম ও বেশকিছু স্টেডিয়ামের সিটও উপহার দেবে।