কাতার বিশ্বকাপের টিকিটেই ফ্রি’তে মক্কায় ওমরাহ পালনের সুযোগ

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ ফুটবল প্রেমীদের জন্য ডবল বোনানজা ঘোষণা করল সউদি আরব। কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া যে সব মুসলিম ফুটবলপ্রেমীদের কাছে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর টিকিট রয়েছে, তারা চাইলে ভিসা ছাড়াই সউদি আরবে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে তারা ফ্রি ভিসায় মক্কায় ওমরাহ পালন করতে পারবেন।
এদিন সউদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাতারে চলতে থাকা ফিফা বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের ভিসার মেয়াদ ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে হায়া কার্ডধারী মুসলিম ফুটবলপ্রেমীরা চাইলে তারা বিনামূল্যে মক্কায় ওমরাহ পালন করতে পারবেন।’ কেউ চাইলে ওমরাহ না করেও হায়া কার্ডের মেয়াদ থাকা পর্যন্ত সউদি আরব থেকে ঘুরে আসতে পারবেন। সউদির বিদেশমন্ত্রকের ভিসা বিভাগের সহকারী পরিচালক খালেদ আল-শামমারী আগেই জানিয়েছিলেন, হায়া কার্ডধারীরা সউদি আরবে দুই মাস পর্যন্ত থাকতে পারবেন। যার মেয়াদ ২০২৩ সালের ১১ জানুয়ারিতে শেষ হবে।
কাতারে আসা দর্শকদের আগে থেকেই একটি হায়া কার্ড বানানোর কথা জানিয়েছিল আয়োজকরা। যেটা টুর্নামেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। এই কার্ড থাকলে সমর্থকদের আর টিকিটেরও প্রয়োজন হবে না। আর এই হায়া কার্ড সঙ্গে থাকলে এই সময়ের মধ্যে কাতারের পাশাপাশি আরও কিছু দেশে ফ্রি ভিসায় যাতায়াত করতে পারবে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকরা। চাইলে মক্কা এবং মদিনায় গিয়ে ওমরাহ পালন করতে পারবেন হায়া কার্ডধারী বিশ্বকাপের দর্শকরা। তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির স্বাস্থ্যগত রিপোর্ট সম্পূর্ণ সঠিক থাকতে হবে।