নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: চলতি মাসে ভারত সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, দুদিনের সফরে ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন কাতারের আমির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে মোদির সঙ্গে শেখ তামিম বিন হামাদ আল-থানির আলোচনা হওয়ার কথা দুদেশের পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও শক্তিশালী করা যায় সেনিয়ে।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, কাতারের আমিরের দুদিনব্যাপী ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন কাতারের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং সেদেশের শিল্পপতিদের একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ১০ বছর পরে ভারত সফরে আসছেন কাতারের আমির। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ভারত সফরে এসেছিলেন তিনি।