যোগ্য চাকরিহারাদের তালিকা শিক্ষা দফতরে পাঠাল SSC

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
- / 26
পুবের কলম প্রতিবেদক: যোগ্য-অযোগ্য চাকরিহারাদের তালিকা শিক্ষা দফতরকে পাঠাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। রবিবার শিক্ষা দফতর সূত্রের খবর, ‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেল করে পাঠানো হয়েছে। ১৯ হাজার যোগ্য চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য রয়েছে। ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। এই সংখ্যাটি ৫ হাজারের মতো জানা যাচ্ছে। তবে এসএসসির (SSC) নয়া তালিকা কবে প্রকাশ করা হবে, সেই বিষয়টি এ’নও পরিস্কার নয় চাকরিহারাদের কাছে।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুখ্যসচিবের
বিকাশ ভবনে গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির (SSC) চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে বলেও জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি ছিল চাকরিহারাদের। সেই প্রক্রিয়া চলছে বলে শিক্ষা দফতর সূত্রের খবর।