নয়াদিল্লি, ১০ মার্চ: ভূতুড়ে ভোটার নিয়ে সংসদে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার ভোটার তালিকায় গড়মিল নিয়ে সংসদে আলোচনার দাবি তোলেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, “আমরা মেনে নিলাম সরকার ভোটার তালিকা তৈরি করে না, কিন্তু ভূতুড়ে ভোটার নিয়ে সংসদে বিরোধীরা আলোচনা চাই।” বিরোধী দলনেতা বলেন, “সারা দেশে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে। মহারাষ্ট্র ভোটার তালিকায় ব্যাপক গড়মিল দেখা গিয়েছে। প্রতিটি রাজ্যে বিরোধীরা ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এটি গুরুতর বিষয়।
এর আগে সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ভোটার তালিকায় বেশকিছু ত্রুটি দেখা গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ এবং বর্ধমানে একই এপিক নম্বরে হরিয়ানায় ভোটার রয়েছে। তৃণমূল সাংসদ বলেন, “ভোটার তালিকায় পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হোক। কেনো তালিকায় গড়মিল হল! নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে।” প্রসঙ্গত, ইতিমধ্যে তৃণমূলের এক প্রতিনিধিদল নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।