পুবের কলম ওয়েবডেস্ক: আরজি কর (R G Kar) মামলার নয়া মোড়। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে দেয়, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে আরজি কর (R G Kar) মামলার শুনানি। তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।উল্লেখ্য, এদিনে প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
উল্লেখ্য, সিবিআই-এর নেতৃত্বে এখনও পর্যন্ত আরজি কর (R G Kar) মামলার যে তদন্ত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন তিলোত্তমার বাবা-মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন। সেই পিটিশন প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: WAQF সংশোধনী বিলের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ মুসলিম সংগঠনগুলোর
আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন, তিনি নতুন করে আরজি কর (R G Kar) মামলার আরও একটি পিটিশন ফাইল করতে চান। তখন একটা বিষয় নতুন করে উঠে আসে। এই নতুন পিটিশনের শুনানি কোথায় হবে! সোমবার সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশনই ফাইল করেন করুণা নন্দী। সেখানে বলা হয়, এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয়, সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকেই মান্যতা দিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তদন্তে অসন্তোষ জানিয়ে যে নতুন করে পিটিশনটি ফাইল হয়েছিল, সেই মামলারই শুনানি এবার থেকে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
উল্লেখ্য, আরজি কর (R G Kar) মামলার একটি নতুন পিটিশনের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তার মানে এই নয় যে, সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সরে গেল। আগামী ১৩ মে যে সপ্তাহ শুরু হচ্ছে, তখন এই মামলা আবারও তালিকাভুক্ত হবে।