১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দ. কোরিয়ায় ট্যাটু নিষিদ্ধ

ইমামা খাতুন
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 6

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ট্যাটু আঁকার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরাই এর ব্যবহার করতে পারেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে আদালতের এ রায়ের বিষয়ে ট্যাটু শিল্পীরা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সেকেলে ও সাংস্কৃতিক বোঝা-পড়ার অভাব। কয়েক দশক ধরে নিষিদ্ধ থাকার পরেও দেশটিতে প্রায় ৫০ হাজার ট্যাটু শিল্পী রয়েছে। এই ব্যবসা পরিচালনা করার জন্য পুলিশের তল্লাশি ও শাস্তির সম্মুখীন হতে হয় তাদের। আইন ভঙ্গ করে যদি কেউ এর সঙ্গে জড়িত হয় তাহলে সর্বোচ্চ ৪১ হাজার তিনশ ডলার জরিমানা ও সাধারণত দুই বছরের সাজা দেওয়া হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ. কোরিয়ায় ট্যাটু নিষিদ্ধ

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ট্যাটু আঁকার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরাই এর ব্যবহার করতে পারেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে আদালতের এ রায়ের বিষয়ে ট্যাটু শিল্পীরা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সেকেলে ও সাংস্কৃতিক বোঝা-পড়ার অভাব। কয়েক দশক ধরে নিষিদ্ধ থাকার পরেও দেশটিতে প্রায় ৫০ হাজার ট্যাটু শিল্পী রয়েছে। এই ব্যবসা পরিচালনা করার জন্য পুলিশের তল্লাশি ও শাস্তির সম্মুখীন হতে হয় তাদের। আইন ভঙ্গ করে যদি কেউ এর সঙ্গে জড়িত হয় তাহলে সর্বোচ্চ ৪১ হাজার তিনশ ডলার জরিমানা ও সাধারণত দুই বছরের সাজা দেওয়া হয়।