রবীন্দ্র সরোবরে ফের দুর্ঘটনা! উল্টে গেল বোট, উদ্ধার প্রবীণ রোয়ার

- আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: রবীন্দ্র সরোবরে ফের দুর্ঘটনা। উল্টে গেল বোট। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রোয়িংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে উদ্ধারকারী বোট। তার পরেই উলটে যাওয়া বোটটিকে উদ্ধার করা হয়। বোট উলটে রবীন্দ্র সরোবরের জলে ভাসতে থাকেন এক প্রবীণ রোয়ার। আপৎকালীন পরিস্থিতিতে রেসকিউ বোট এসে তাঁকেও উদ্ধার করে।
চলতি বছরের ২১ মে এই রবীন্দ্র সরোবরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় দুজনের। এর পর থেকে দীর্ঘদিন বন্ধ করে রাখা হয় রবীন্দ্র সরোবরের রোয়িং।
কালীপুজোর পর নির্দিষ্ট গাইডলাইন মেনে ফের শুরু হয় রবীন্দ্র সরোবরে ওয়াটার স্পোর্টস। কিন্তু ৬ মাস কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে রবীন্দ্র সরোবর। রোয়িং করার সময় উলটে গেল বোট।
বোট উল্টে যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে যে কারণগুলো থাকে তা হল, একটা বোটের সঙ্গে যদি একটা বোটের ধাক্কা লাগে, প্রাকৃতিক বিপর্যয় ও বোটের কোনও ত্রুটি থাকলে। এই ধরনের কোনও ঘটনা না থাকায় কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
রবীন্দ্রসরোবরে বহু মানুষ প্রাতঃভ্রমণে আসে।
তাদের মধ্যে বেশ কিছু মানুষের বক্তব্য, বোটগুলির ঠিক মতো রক্ষণাবেক্ষণ নেই। কোনও ফিটনেস অনুমতি ছাড়াই বোটগুলিকে রোয়িংয়ের জন্য নামানো হয়। এমনকী রেসকিউ বোটে আসা উদ্ধারকারীদের শরীরেও লাইফ জ্যাকেট থাকে না।