BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট জয়নগরে ভলিবল টুর্নামেন্ট রায়দিঘিতে ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় তৃনমূলের আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশী ‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা সারপ্রাইজ টেস্টে ফেল ৮৪ নামাজাদা ওষুধ, জারি সতর্কতা তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম

তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

হায়দরাবাদ, ২৩ ফেব্রুয়ারি:  কংগ্রেসশাসিত তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামায় ভিতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। সুড়ঙ্গে ধস নামার পরে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার থেকেই উদ্ধারের কাজ চলছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ধসে আটকে পড়া ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্রের খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির কাছে খোঁজ নিয়েছেন শ্রীসাইসামের ওই সুড়ঙ্গে ধস নামার পরে উদ্ধারের কাজের অগ্রগতি সম্পর্কে। উদ্ধারের কাজে যেন কোনও ধরনের গাফিলতি না হয়, সেসম্পর্কেও খোঁজ নিয়েছেন। প্রসঙ্গত, সুড়ঙ্গ ধসের পরে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে গিয়েছে সেনা, নৌ-বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি দলও। এছাড়া রাজ্যের মন্ত্রী উত্তম রেড্ডিও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ তদারকি করছেন।

এই সুড়ঙ্গটি তেলেঙ্গানার নগরকুরনুল জেলায় অবস্থিত। সূত্রের খবর, শনিবার সুড়ঙ্গে ভয়াবহ ধস নামার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে জানিয়েছেন, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে, তেলেঙ্গানা সরকার জানিয়েছে, মানুষের ভুলে সুড়ঙ্গে ধস নামেনি। যে এলাকায় সুড়ঙ্গে ধস নেমেছে, সেখানে পাহাড়ের পাথর আলগা থাকায় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটেছে। এর ফলে সুড়ঙ্গে ধস নেমে ভিতরে প্রবেশ করেছে কাদা ও জল। সুড়ঙ্গের ভিতর ১২ ফুট থেকে ১৩ ফুট পর্যন্ত এলাকা কাদা এবং জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder