মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে

- আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 62
পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করবেন বলে খবর। কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, রাহুল গান্ধি (Rahul Gandhi) ২১ এবং ২২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে যাবেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধি (Rahul Gandhi) বক্তৃতা দেবেন এবং ফ্যাকাল্টি মেম্বার এবং পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করবেন। রোড আইল্যান্ডে যাওয়ার আগে এনআরআই এবং ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর।